Year
2025
Reform Domain
Sub Domain
IB and National Media Training Institutes
Source of Reform Proposals
Mass Media Reforms Commission
Stage of Implementation
Reform Proposed
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি মিডিয়া সংস্কার কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু সংস্কার এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।
Observation
-
গনমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে পাঠ্যক্রম হালনাগাদ করা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (NIMC) সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আনুষ্ঠানিক যোগাযোগগুলোতে গণমাধ্যম প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ ভূমিকা এবং এগুলোকে শক্তিশালী করার বিষয়ে উল্লেখ করা হলেও, এই প্রতিষ্ঠানগুলোকে একটি একক জাতীয় গণমাধ্যম প্রশিক্ষণ ও গবেষণা সংস্থায় একীভূত করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Resources