Year
2025
Reform Domain
Sub Domain
Internal Accountability & Staff Independence
Source of Reform Proposals
Anti-Corruption Commission Reform Commission Report
Stage of Implementation
Reform Proposed
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন রিপোর্টে বর্ণিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
Reform Initiated
Last Update: 14-Dec-25
দুদক অধ্যাদেশ (সংশোধন) ২০২৫-এর খসড়ায় কমিশনারের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করার প্রস্তাব রাখা হয়েছে, যেখানে অন্তত একজন নারী কমিশনার থাকার কথা বলা হয়েছে। মন্ত্রিসভা ইতোমধ্যে খসড়াটি অনুমোদন দিয়েছে, তবে এখনো এটি চূড়ান্তভাবে পাস হয়নি।
Observation
-
দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের পর এই সংস্কার প্রস্তাবটি কার্যকর করা যেতে পারে। এই প্রস্তাবটি জুলাই চার্টারেও অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী ২৩টি রাজনৈতিক দল ও জোট এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। তবে সাতটি রাজনৈতিক দল ও জোট ভিন্নমত পোষণ করে নোট অব ডিসেন্ট জমা দিয়েছে। এগুলো হলো: ১২-দলীয় জোট, আমজনতার দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয়তাবাদী সমমনা জোট (জাতীয়তাবাদী সমমনা জোট), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
Resources