Year
2025
Reform Domain
Sub Domain
Tenure & Accountability
Source of Reform Proposals
Anti-Corruption Commission Reform Commission Report
Stage of Implementation
Reform Proposed
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন রিপোর্টে বর্ণিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
Reform Initiated
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রস্তাব করা হয়েছে, “নির্বাচন ও পর্যালোচনা কমিটি” গঠনের পর এই সংস্কারটি কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে। মোট ২৩টি আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। সাতটি রাজনৈতিক দল এবং জোট ভিন্নমতের নোট জমা দিয়েছে, যার মধ্যে রয়েছে ১২-দলীয় জোট, আমজনতার দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
Legal and Policy Framework
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬(৩) দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে সংশোধন করা হয়েছে, যার ফলে কমিশনারদের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর নির্ধারণ করা হয়েছে।
Observation
-
দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, ২০২৫ আরও স্পষ্ট করেছে যে মেয়াদ হ্রাসের এই বিষয়টি বর্তমান কমিশনারদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
Resources