দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি বিলুপ্ত করে একটি স্বতন্ত্র অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন করতে হবে- • প্রস্তাবিত অনুবিভাগ দুদকের নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা, গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা হতে প্রেষণে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবল সমন্বয়ে গঠিত হবে। • প্রস্তাবিত অনুবিভাগ (ক) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধির প্রতিপালন নিশ্চিত করবে ও এতদুদ্দেশ্যে প্রয়োজনবোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে (খ) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিসহ অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থি কাজের ব্যাপারে গোপন অনুসন্ধান বা ভদন্ত পরিচালনা করবে (গ) দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০০৮ অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণীর ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে এবং (ঘ) প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত শান্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেবে।

Year
2025
Reform Domain
Anti Corruption Anti Corruption
Sub Domain
International Tax Transparency
Source of Reform Proposals
Anti-Corruption Commission Reform Commission Report
Reform Proposed
Reform Proposed
Reform Initiated
Reform Initiated
Legal and Policy Framework
Legal and Policy Framework
Operationalisation
Operationalisation
Action Implementation
Action Implementation
Stage of Implementation
Reform Proposed
Reform Proposed
This reform proposal has been articulated in the Anti-Corruption Commission Reform Commission Report but has yet to be officially initiated
Observation
    এই সংস্কার প্রস্তাবটি দুদকের পর্যালোচনার মধ্যে রয়েছে। দুদক জানিয়েছে যে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিদ্যমান তিন সদস্যের কমিটি অভিযোগগুলি পরিচালনা করে এবং সমস্যার তীব্রতার উপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমান কর্মীদের ক্ষেত্রে, বিভাগীয় এবং ফৌজদারি উভয় মামলা দায়ের করা যেতে পারে, অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ দায়ের করা যেতে পারে।
Your Reviews
Stay Updated

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...