নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট

Source: Image generated using AI

 

Originally posted in The Business Standard  on 16 January 2026

উচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মেনে জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের গত বছরের ৪ সেপ্টেম্বরের গেজেট [সীমানা নির্ধারণসংক্রান্ত] অনুসারে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি।

এর আগে সীমানা সংক্রান্ত জটিলতায় গত সপ্তাহে আদালতের আদেশে ৩০০ আসনের মধ্যে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।

হাইকোর্টের আদেশের ফলে পাবনার আসন দুটির সীমানার ক্ষেত্রে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেট বহাল থাকছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

নতুন সীমানা অনুযায়ী, সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন নিয়ে পাবনা-১ (নির্বাচনী এলাকা: ৬৮) আসন গঠিত।

অন্যদিকে, সুজানগর উপজেলা এবং একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে পাবনা-২ (নির্বাচনী এলাকা: ৬৯) আসনের সীমানা চূড়ান্ত হলো। এই সীমানা ধরেই গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

 

Stay Updated

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...