Year
2025
Reform Domain
Sub Domain
Private Television
Source of Reform Proposals
Mass Media Reforms Commission
Stage of Implementation
Reform Proposed
Last Update: 14-Dec-25
গণমাধ্যম সংস্কার কমিশন রিপোর্টে উল্লিখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
Reform Initiated
Last Update: 14-Dec-25
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারি তত্ত্বাবধান বজায় রেখে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পদক্ষেপগুলি অনুসন্ধান করছে।
Observation
-
টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) ব্যবস্থার কারসাজি রোধ এর কার্যকারিতা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে, বিশেষ করে যেহেতু এই সংস্কার প্রক্রিয়াটি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।