(ক) নির্বাচন কমিশন কর্তৃক সংঘটিত অপরাধ বা অনিয়ম আইনের আওতায় আনার জন্য প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। (খ) সংশ্লিষ্ট আইন সংশোধনপূর্বক সরকারি কর্মকর্তা—কর্মচারীগণের বিরুদ্ধে মামলা করতে কমিশনের অনুমতির বিধান বহাল রেখে তদন্ত বা অনুসন্ধান করতে আইনগত প্রতিবন্ধকতা দূর করা। (গ) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯০ ধারায় ৭৩ ও ৭৪ ধারার অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা শিথিল করা। (ঘ) নির্বাচনি অপরাধ বিষয়ক মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা। ফলে একদিকে যেমন দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে, অন্যদিকে ন্যায়বিচার নিশ্চিত হবে।

Year
2025
Reform Domain
Electoral Process Electoral Process
Sub Domain
Electoral Offenses
Source of Reform Proposals
Electoral Reform Commission
Reform Proposed
Reform Proposed
Reform Initiated
Reform Initiated
Legal and Policy Framework
Legal and Policy Framework
Operationalisation
Operationalisation
Action Implementation
Action Implementation
Stage of Implementation
Observation
    নির্বাচন কমিশনের অনিয়মের জন্য আইনি দায়বদ্ধতা প্রতিষ্ঠা জনসাধারণের আস্থা বৃদ্ধির জন্য অত্যাবশ্যক; তবে এই ধরনের দায়বদ্ধতা এমনভাবে গঠন করা উচিত যা প্রতিষ্ঠানগত স্বাধীনতা রক্ষা করে এবং রাজনৈতিক অপব্যবহার রোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। প্রসিকিউটরের অনুমতির শর্ত রেখে পূর্ব অনুমোদন ছাড়াই অনুসন্ধান করার সুযোগ দেওয়া নির্বাচন কমিশনের দায়বদ্ধতা বাড়াতে সাহায্য করবে, তবে প্রশাসনিক বাধা এড়াতে সুস্পষ্ট প্রোটোকল প্রয়োজন হবে।
Your Reviews
Stay Updated

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...