Year
2025
Reform Domain
Sub Domain
Registration of Political Parties
Source of Reform Proposals
Electoral Reform Commission
Stage of Implementation
Reform Proposed
Last Update: 14-Dec-25
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
Reform Initiated
Last Update: 14-Dec-25
আরপিও তে সংশোধনের মাধ্যমে এই সংস্কারটি আংশিকভাবে শুরু করা হয়েছে।
Legal and Policy Framework
Last Update: 14-Dec-25
অনুচ্ছেদ ৪৪গগ সংশোধন করে রাজনৈতিক দলগুলোকে তাদের অনুদানের তথ্য স্বচ্ছভাবে নিজ নিজ সরকারি (অফিসিয়াল) ওয়েবসাইটে প্রকাশ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
সংশোধিত অনুচ্ছেদ ৪৪গগ বর্তমানে নিম্নরূপ:
৪৪গগ (১) কোনো নির্বাচনে প্রার্থী প্রদানকারী প্রত্যেক রাজনৈতিক দলকে অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে শুরু করে যে সব নির্বাচনী এলাকায় তারা প্রার্থী দিয়েছে, সেই সব এলাকার নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত সময়কালের জন্য তাদের সকল আয় ও ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ করতে হবে। উক্ত হিসাবে, কোনো প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি বা উৎস থেকে পাঁচ হাজার টাকার বেশি যে কোনো অনুদান প্রাপ্ত হলে, সেই অনুদান প্রদানকারীর নাম ও ঠিকানা, প্রত্যেকের কাছ থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ এবং অর্থ গ্রহণের পদ্ধতি কী ছিল [এবং অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের তালিকাসহ এসব বিবরণ রাজনৈতিক দলের অফিসিয়াল ওয়েবসাইটে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে]।
Observation
-
আরপিও তে সংশোধনের মাধ্যমে এই সংস্কারটি আংশিকভাবে শুরু করা হয়েছে। তবে রাজনৈতিক দলের হিসাবের জনসম্মুখে প্রকাশ, অডিট, নির্বাচন কমিশনের মাধ্যমে তা পর্যালোচনা এবং প্রকাশ এই বিস্তৃত প্রস্তাবটি সংশোধনীতে পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি। জুলাই সনদেও একই রকম একটি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনায় অংশ নেওয়া ৩২টি রাজনৈতিক দল এবং জোট এই প্রস্তাবে সম্মত হয়েছে।
Resources