গণমাধ্যম সংস্কার কমিশন বিশ্বের উত্তম চর্চার কয়েকটি দৃষ্টান্তের আলোকে সাংবাদিকতা সুরক্ষা আইনের একটি খসড়া অধ্যাদেশ আকারে এই রিপোর্ট সংযুক্ত করেছে এবং দ্রুতই এটি জারি করার ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করছে। এছাড়াও গত ১৫ বছরে বিভিন্ন আইনের অপপ্রয়োগের ঘটনাগুলো সম্পর্কে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ সমীচীন বলে মনে করছে: ক. দন্ডবিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন এবং আদালত অবমাননা আইনসহ প্রযোজ্য বিভিন্ন আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো চিহ্নিত ও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি কর্তৃক মামলা প্রত্যাহার অথবা পুলিশ কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। খ. পর্যালোচনা সাপেক্ষে মিথ্যা মামলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ও ন্যায়সংগত পদক্ষেপ নিতে হবে। গ. ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ঘ. ক্ষতিগ্রস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। ঙ. সাংবাদিকদের ব্যক্তিগত যোগাযোগ ও জীবনে বেআইনি অনুপ্রবেশ, নজরদারি ও আড়িপাতার ঘটনাগুলো তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

Year
2025
Reform Domain
Media Media
Sub Domain
Journalism Protection Act
Source of Reform Proposals
Mass Media Reforms Commission
Reform Proposed
Reform Proposed
Reform Initiated
Reform Initiated
Legal and Policy Framework
Legal and Policy Framework
Operationalisation
Operationalisation
Action Implementation
Action Implementation
Stage of Implementation
Observation
    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত খসড়া অধ্যাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে অতীতের মামলা পর্যালোচনা ও প্রত্যাহার, মিথ্যা বা অপব্যবহারের মামলা দায়েরকারী কর্মকর্তাদের জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত মিডিয়া সংস্থাগুলির জন্য ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বাদ দেওয়া হয়েছে। খসড়া অনুসারে, অধ্যাদেশটি মিডিয়া সংস্কার কমিশন কর্তৃক চিহ্নিত কাঠামোগত সমস্যাগুলির সম্পূর্ণরূপে সমাধান করে না, যার ফলে অধ্যাদেশটির কার্যকারিতা কমে গিয়েছে এবং সংস্কারের অভিপ্রেত প্রভাব হ্রাস পেয়েছে।
Your Reviews
Stay Updated

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...