Year
2025
Reform Domain
Sub Domain
Child labour, Adolescent labour and Forced labour
Stage of Implementation
Observation
-
এই সংস্কার প্রস্তাবের চেতনায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন চ্যালেঞ্জিং। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের কঠোর বাস্তবায়ন প্রয়োজন। উদাহরণস্বরূপ, শ্রম পরিদর্শকদের চেকলিস্টে জোরপূর্বক শ্রমের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সংশোধনের প্রয়োজন রয়েছে। বর্তমানে শ্রম পরিদর্শকরা শুধুমাত্র কিছু নির্বাচিত আনুষ্ঠানিক খাতে সক্রিয় রয়েছে। সহায়ক নীতি হিসেবে পরিবারের মৌলিক চাহিদা পূরণে সক্ষম এরূপ কর্মসংস্থান ও মজুরি নিশ্চিত করা উচিত, যাতে শিশুশ্রমের আশ্রয় নিতে না হয়।