সব ধরনের গণমাধ্যমকে একই তদারকি বা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কমিশনের পরিবর্তে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন সংস্থা হিসেবে বাংলাদেশ গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের আয় থেকে নির্ধারিত হারে চাঁদা নির্ধারণের মাধ্যমে এই প্রতিষ্ঠানের ব্যয়ের সংস্থান করতে পারে। গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ গণমাধ্যম কমিশন যেসব দায়িত্ব পালন করবে তার মধ্য আছে: ক. প্রকাশক ও সম্পাদকের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ যাতে ফৌজদারি অপরাধে দন্ডিত এবং ঋণখেলাপিরা গণমাধ্যমে মালিক/সম্পাদক না হতে পারে। খ. সাংবাদিকতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ গ. সারাদেশে কর্মরত সাংবাদিকরা গণমাধ্যম কমিশনে নিবন্ধিত হবেন এবং কমিশন তাদের একটি তালিকা সংরক্ষণ করবে। ঘ. সাংবাদিকদের জন্য একটি আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করবে ও তার প্রতিপালন নিশ্চিত করবে। ঙ. সম্প্রচার মাধ্যম (টিভি ও রেডিও) এবং অনলাইন পোর্টালের লাইসেন্স প্রদানের সুপারিশ ও তার শর্ত প্রতিপালন নিশ্চিত করবে। চ. ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর অভিযোগের প্রতিকার। এটি সম্ভব হলে সংবাদমাধ্যমের প্রাতিষ্ঠানিক জবাবদিহি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে এবং গণমাধ্যম মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে।

Year
2025
Reform Domain
Media Media
Sub Domain
Bangladesh Mass Media Commission
Source of Reform Proposals
Mass Media Reforms Commission
Reform Proposed
Reform Proposed
Reform Initiated
Reform Initiated
Legal and Policy Framework
Legal and Policy Framework
Operationalisation
Operationalisation
Action Implementation
Action Implementation
Stage of Implementation
Observation
    মিডিয়া সংস্কার কমিশনের প্রতিবেদনে একটি স্বাধীন মিডিয়া কমিশন প্রতিষ্ঠার জন্য একটি খসড়া আইনের প্রস্তাব করা হয়েছে। তবে, তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত খসড়া অধ্যাদেশে এই বিধানটি বাদ দেওয়া হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহারে এই সংস্কার প্রস্তাব সম্পর্কে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে।
Your Reviews
Stay Updated

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...